ফসল : সরিষা
জাতের নাম : বারি সরিষা-১৪
জনপ্রিয় নাম : নেই
উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট(বারি)
গড় জীবনকাল প্রায় (দিন): ৭৫-৮০
ফলনের গুণগত বৈশিষ্ট্য : গোল ও রং হলুদ। হাজার বীজ ৩.৫-৩.৮গ্রাম।
জাতের ধরণ : উন্নত জাত
জাতের বৈশিষ্ট্য :
বীজে তেলের পরিমাণ ৪৩-৪৪%। জাতটি টরি ৭ এর বিকল্প হিসেবে চাষ করা যায়। শুটি ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট।
উচ্চতা (ইঞ্চি) : ৩০-৩৫ ইঞ্চি
শতক প্রতি ফলন (কেজি) : ৫.৮ - ৬.৫
হেক্টর প্রতি ফলন (টন) : ১.৪-১.৬
প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ৩০ - ৩৫ গ্রাম
উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু
উপযোগী মাটি : দোআঁশ, বেলে-দোআঁশ
উৎপাদনের মৌসুম : রবি
বপনের উপযুক্ত সময় :
মধ্য আশ্বিন থেকে মধ্য কার্তিক (অক্টোবর)।
ফসল তোলার সময় :
বোনার ৮০-৯০ দিন পর।
তথ্যের উৎস :
কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।