ফসল : আলু
জাতের নাম : বারি আলু-১৭
জনপ্রিয় নাম : রাজা
উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)
গড় জীবনকাল প্রায় (দিন): ৯৩
ফলনের গুণগত বৈশিষ্ট্য : ডিম্বাকার ও মাঝারী ধরণের, ত্বক মসৃণ ও উজ্জ্বল লাল বর্ণের, শাঁস হালকা হলুদ ও আঠালো, চোখ হালকা গভীর।
জাতের ধরণ : উফশী
জাতের বৈশিষ্ট্য :
সারা দেশে চাষ করা যায় । আলু আঠালো ও খেতে সুস্বাদু ।
শতক প্রতি ফলন (কেজি) : ১০০ - ১২২
হেক্টর প্রতি ফলন (টন) : ২৫-৩০
প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ৬ কেজি - ৭ কেজি
উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু
উপযোগী মাটি : দোআঁশ, বেলে-দোআঁশ
উৎপাদনের মৌসুম : রবি
বপনের উপযুক্ত সময় :
উত্তরাঞ্চলে মধ্য কার্তিক (নভেম্বর প্রথম সপ্তাহ),দক্ষিণাঞ্চলে অগ্রহায়ণের ১ম সপ্তাহ থেকে ২য় সপ্তাহ (নভেম্বর মাসের মধ্য থেকে শেষ সপ্তাহ)।
ফসল তোলার সময় :
জানুয়ারীর ৩য় সপ্তাহ থেকে ফেব্রুয়ারীর ২য় সপ্তাহ পর্যন্ত
তথ্যের উৎস :
কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।