উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)
গড় জীবনকাল প্রায় (দিন): ৫৮
ফলনের গুণগত বৈশিষ্ট্য : বীজের রঙ গাঢ় সবুজ। দানার আকার বড়। ১০০০ গ্রাম বীজের ওজন ৫১-৫২ গ্রাম। একই সময়ে সব শস্য পরিপক্ক হয়।
জাতের ধরণ : উফশী
জাতের বৈশিষ্ট্য :
জীবনকাল কম বলে গম কাটার পর থেকে রোপা আমন ধান রোপণের আগ পর্যন্ত সময়ে এ জাতটি চাষ করে সহজেই বাড়তি আয় করা যায়। গম কাটার পর এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বোনা যায়।