উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)
গড় জীবনকাল প্রায় (দিন): ১৫০
জাতের ধরণ : আধুনিক
জাতের বৈশিষ্ট্য :
গাছের প্রায় সব পত্রকক্ষেই ফুল ও ফল ধরে। গাছ ৬.৫ থেকে ৮.০ ফুট লম্বা হয়। ফল ৫ শিরা বিশিষ্ট, সবুজ। পরিপক্ক এবং শুষ্ক বীজে বাদামী রোমশ আবারণ আছে যা এ জাতের একটি অন্যতম বৈশিষ্ট্য। বীজের রং বাদামী। দেশের সর্বত্রই চাষ কারা যায়।
শতক প্রতি ফলন (কেজি) : ৬০ - ৭০
প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ১৬ - ২০ গ্রাম
উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু
উপযোগী মাটি : দোআঁশ, বেলে-দোআঁশ
উৎপাদনের মৌসুম : খরিফ- ১
বপনের উপযুক্ত সময় :
খরিফ মৌসুমে এর চাষাবাদ বেশি হয়। ফাল্গুন থেকে বৈশাখ মাস (মধ্য ফেব্রুয়ারি থেকে মধ্য মে) বীজ বপনের উপযুক্ত সময়।
ফসল তোলার সময় :
বপনের ৪৫ দিনের মধ্যে ফুল ফুটতে শুরু করে। ফুল ফোঁটার ৫-৬ দিনের মধ্যেই ফল সংগ্রহ করতে হয এবং পরবর্তীতে ১ দিন অন্তর ফল সংগ্রহ করা যায়।
তথ্যের উৎস :
কৃষি প্রযুক্তি হাতবই, খন্ড-১, বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউট।