ফসল : বাঁধাকপি

জাতের নাম : বারি বাঁধাকপি-২ (অগ্রদূত)

জনপ্রিয় নাম : নেই

উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)

গড় জীবনকাল প্রায় (দিন): ১০০-১১০

জাতের ধরণ : উফশী

জাতের বৈশিষ্ট্য :

মাথাগেোলাকার, উপর-নীচ চেপ্টা, ওজন ২-২.৫ কেজি

শতক প্রতি ফলন (কেজি) : ১৫০ - ১৮০

হেক্টর প্রতি ফলন (টন) : ৭৫-৮০

প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ১.৫ - ২ গ্রাম

উপযোগী মাটি : দোআঁশ

উৎপাদনের মৌসুম : রবি

বপনের উপযুক্ত সময় :

আগাম জাতের জন্য শ্রাবণ-ভাদ্র থেকে ভাদ্র-আশ্বিন, মধ্য আশ্বিন-কার্তিক, কার্তিক-আগ্রহায়ণ এবং নাবি জাতের জন্য অগ্রহায়ণ-মধ্য পৌষ থেকে পৌষ-মধ্য মাঘ।

ফসল তোলার সময় :

রোপণের ৬০-৯০ দিন পর 

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।