ফসল : খেসারি

জাতের নাম : বারি খেসারী-২

জনপ্রিয় নাম : নেই

উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)

গড় জীবনকাল প্রায় (দিন): ১২৫-১৩০

জাতের ধরণ : উফশী

জাতের বৈশিষ্ট্য :

ফুলের রং নীল। বীজ একটু বড়, হাজার বীজের ওজন ৫০-৫৫ গ্রাম। বীজ হালকা ধূসর। আমিষের পরিমাণ ২৪-২৬%।

শতক প্রতি ফলন (কেজি) : ৪ - ৪.৪

প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : লাইন করে বুনলে: ১০০-১২০ গ্রাম। ছিটিয়ে বু -

উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু

উপযোগী মাটি : দোআঁশ, বেলে-দোআঁশ

উৎপাদনের মৌসুম : রবি

বপনের উপযুক্ত সময় :

রিলে ফসলের ক্ষেত্রে আমন ধানের পরিপক্ককাল এবং জমির রসের পরিমাণের উপর খেসারীর বীজ বপনের সময় নির্ভর করে। এক্ষেত্রে কার্তিক মাস থেকে মধ্য অগ্রহায়ণ পর্যন্ত বীজ বপন করতে হয়। একক ফসলের জন্য মধ্য কার্তিক থেকে মধ্য অগ্রহায়ণ মাসে বীজ বপন করা উত্তম।

ফসল তোলার সময় :

ফাল্গুন (মধ্য ফেব্রুয়ারী থেকে মধ্য মার্চ) মাসে ফসল সংগ্রহ করা যায়। 

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।