ফসল : টমেটো

আগাছার নাম : মোথা

আগাছা জন্মানোর মৌসুম : রবি ও খরিফ

আগাছার ধরন : একবর্ষজীবী

প্রতিকারের উপায় :

 আগাছা ফসলের খাদ্যে ভাগ বসায়, ফলে স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্থ হয়। আগাছা নিয়ন্ত্রণ করলে ফসলের বৃদ্ধি ও ফলন ভালো হয়।  শেষ চাষের সময় জমি ভালভাবে চাষ ও মই দিয়ে ভাল মানের বীজ বপন এবং ভালভাবে পচানো গোবর ও জৈব সার ব্যবহার । পরিষ্কার কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা ।  জমি সবসময় নিড়ানী দিয়ে চারা রোপনের পর থেকে গাছের ফল পরিপক্ক হওয়ার আগ পর্যন্ত আগাছা মুক্ত রাখতে হবে। 

তথ্যের উৎস : আগাছা ও বীজ- গাফফার, ইকবাল ও আলম।