১০ ফুট লম্বা ও ৩ ফুট চওড়া বীজতলার জন্য জমি ভালভাবে চাষ ও মই দিয়ে মাটি ঝর ঝরে করে নিতে হবে। বীজতলা তৈরির সময় ভালভাবে গোবর/ আবর্জনা পচা সার মাটির সার মাটির সাথে মিশাতে হবে। বীজতলা তৈরির আগে ফরমালিন দিয়ে মাটি শোধন করে নিতে হবে। সুস্থ ও সবল চারা উৎপাদনের জন্য ৫০ গ্রাম শোধনকৃত ও রোগমুক্ত অধিক ফলনশীল জাতের বীজ বীজতলায় বপন করতে হবে। নির্বাচন করতে হবে। বিশ্বস্ত কৃষক এর নিকট হতে চারা ক্রয় করতে হবে।