টমেটো এর চাষপদ্ধতির তথ্য

ফসল : টমেটো

চাষপদ্ধতি :

১০ ফুট লম্বা ও ৩ ফুট চওড়া বীজতলার জন্য জমি ভালভাবে চাষ ও মই দিয়ে মাটি ঝর ঝরে করে নিতে হবে। বীজতলা তৈরির সময় ভালভাবে গোবর/ আবর্জনা পচা সার মাটির সার মাটির সাথে মিশাতে হবে। বীজতলা তৈরির আগে ফরমালিন দিয়ে মাটি শোধন করে নিতে হবে। সুস্থ ও সবল চারা উৎপাদনের জন্য ৫০ গ্রাম শোধনকৃত ও রোগমুক্ত অধিক ফলনশীল জাতের বীজ বীজতলায় বপন করতে হবে। নির্বাচন করতে হবে। বিশ্বস্ত কৃষক এর নিকট হতে চারা ক্রয় করতে হবে।

বীজতলা বা জমি শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বীজ শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।