ফসল : আলু

আগাছার নাম : কাঁটানটে

আগাছা জন্মানোর মৌসুম : রবি ও খরিফ । এপ্রিল - জুলাই মাসে ফুল উৎপাদন ও বীজ পাকে।

আগাছার ধরন : বহু বর্ষজীবী। কান্ড শায়িত, বহুশাখা বিশিষ্ট।

প্রতিকারের উপায় :

জমি ভালভাবে নিড়ানি দিয়ে ধাবক, মূল শিকড় বাছাই করুন।

তথ্যের উৎস :

দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, নভেম্বর, ২০১৩।