ফসল : বাঁধাকপি

আগাছার নাম : কাঁটানটে

আগাছা জন্মানোর মৌসুম : সারা বছর। রবি।

আগাছার ধরন : বিরুৎজাতীয় একবর্ষজীবী আগাছ।

প্রতিকারের উপায় :

গভীর চাষ। বাছাই। 

তথ্যের উৎস :

আগাছা ও বীজ- এম এ গাফফার ও অন্যান্য, ফেব্রুয়ারি,১৯৮৮।

দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, নভেম্বর, ২০১৩।