ফসল : রসুন

আগাছার নাম : শ্যামা

আগাছা জন্মানোর মৌসুম : খরিফে বেশি বাড়ে। মে থেকে জুলাইয়ের মাঝে ফুল ফোটে ও বীজ বাড়তি হয়।

আগাছার ধরন : সাঘারণত ১৫০ সেমি লম্বা হতে পারে। খফট জাত ১৫-৩০ সেমি হয়। কান্ড দৃঢ় ও খাড়া, গোড়ার দিক থেকে শাখা বের হয়। পাতা তলোয়ালের মতো, বেড় প্রায় ১.৫ সেমি মসৃণ ও গাঢ় সবুজ, দেখতে ধান গাছের পাতার মতো। পাতার খোলে লিগিঊল নাই, কিছুটা লোম যুক্ত এবং লাংড্র সাথে ঢিলেভাবে লাগানো। ফুলের ম্যকুল দৃঢ় ভাবে বসানো। ছড়ার রঙ বেগুনি সবুজ বা হালকা বেগুনি। ফুলে লম্বা শোঙ আছে। সাধারণ বীজের মাধ্যমে বংশ বাড়ায়। মাঝারী উঁচু থেকে মাঝারি নিচ্য জমিতে বেশি হয়।

প্রতিকারের উপায় :

জমি নিয়মিত জমি পর্যবেক্ষণ করুন। সেচ ও সার দেবার পর জো আসা মাত্র নিড়িয়ে আগাছা বাছাই। চারা অবস্থা থেকে কন্দ গঠনের পূর্ব পর্যন্ত ২ থেকে ৩ বার নিড়ানি দিয়ে জমির আগাছা পরিষ্কার করে দিতে হবে। নিড়ানি দেয়ার সময় গাছের শিকড়ের কোনো ক্ষতি করা যাবে না। 

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭