রসুন এর মাটি ও সার ব্যবস্থাপনার তথ্য

ফসল : রসুন

মৃত্তিকা :

নাতিশীতোষ্ণ অঞ্চলে রসুন ভাল জন্মে। ঠান্ডা আবহাওয়া রসুন চাষের জন্য অনুকূল। রসুন লাগানোর পর অতিরিক্ত গম, মেঘলা আবহাওয়া বাবেশী বৃষ্টিপাত হলে রসুন ভালভাবে গঠিত হতে পারে না।পানি জমে না এমন দোআঁশ মাটি রসুন চাষের উপযোগী।


মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিস্তারিত জানতে ক্লিক করুন

সার পরিচিতি :

সার পরিচিতি সম্পর্কেবিস্তারিত জানতে ক্লিক করুন


ভেজাল সার চেনার উপায় :

ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

ভেজাল সার চেনার উপায় ভিডিও


ফসলের সার সুপারিশ :

সারের নাম

শতকপ্রতিসার

হেক্টর প্রতি সার

কম্পোস্ট

২০ কেজি

৫ টন

ইউরিয়া

৮০০ গ্রাম

২০০ কেজি

টিএসপি

১  কেজি

২৫০ কেজি

পটাশ

১.৫ কেজি

২৫০ কেজি

জিপসাম

৪০০  গ্রাম

১১০ কেজি

 

সম্পূর্ণ গোবর , টি এস পি , জিপসাম এবং তিন ভাগের ১ ভাগ  ইউরিয়া ও এমওপি জমি তৈরির সময় দিতে হবে । বাকি  ইউরিয়া ও এমওপি দুই কিস্তিতে সমান ভাগে রসুন বপনের ২৫ দিন এবং ৫০ দিন পর দিতে হবে ।                                                   

অনলাইন সারসুপারিশ সম্পর্কেবিস্তারিত জানতে ক্লিক করুন

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭