ফসল : কাঁঠাল

আগাছার নাম : মুথা / ভাদাইল

আগাছা জন্মানোর মৌসুম : খরিফে বেশি বাড়ে ।জুন থেকে অক্টোবরের মাঝে ফুল ফোটে ও বীজ বাত্তি হয় ।

আগাছার ধরন : বহুবর্ষজীবী সেজ/বিরুৎ জাতীয় আগাছা।

প্রতিকারের উপায় :

জমি  নিয়মিত জমি পর্যবেক্ষণ করুন ।সেচ ও সার দেবার পর জো আসা মাত্র  নিড়িয়ে আগাছা বাছাই ।

তথ্যের উৎস :

দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তিবাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলনভেম্বর২০১৩।