কাঁঠাল এর মাটি ও সার ব্যবস্থাপনার তথ্য

ফসল : কাঁঠাল

মৃত্তিকা :

পানি জমে না এমন ঊচুঁ মাঝারি উঁচু দোঁআশ, বেলে দোঁআশ এঁটেল মাটি।


মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিস্তারিত জানতে ক্লিক করুন

সার পরিচিতি :

সার পরিচিতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন


ভেজাল সার চেনার উপায় :

 

ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

ভেজাল সার চেনার উপায় ভিডিও

 


ফসলের সার সুপারিশ :

 

সারের নাম

 

                           সারের পরিমাপ     

১-৩ বছর

৪-৬ বছর

৭-১০ বছর

১১-১৫ বছর

১৫ বয়স ও  এর অধিক

গোবর/কম্পোস্ট

১৫ কেজি

২০ কেজি

২২.৫ কেজি

২৫কেজি

৩০কেজি

ইউরিয়া

২০০ গ্রাম

৩০০ গ্রাম

৪০০ গ্রাম

৫০০ গ্রাম

৬০০ গ্রাম

টিএসপি

২০০ গ্রাম

২৭৫ গ্রাম

৩৫০ গ্রাম

৪৫০ গ্রাম

৮০০ গ্রাম

এমওপি

১৭৫ গ্রাম

২২৫ গ্রাম

২৭৫ গ্রাম

৩২৫ গ্রাম

৬২৫ গ্রাম

জিপসাম

৪০ গ্রাম

৫০ গ্রাম

৬৫ গ্রাম

৮০ গ্রাম

১৫০ গ্রাম

 

চারা রোপণের ১০-১৫ দিন আগে ১ × ১ × ১ মিটার গর্ত   তৈরি করে  তাতে গোবর/কম্পোস্ট ২৫-৩৫ কেজি, টিএসপি ৪০০-৫০০গ্রাম; এমওপি ১৭৫গ্রাম ভালভাবে মাটির সাথে মিশিয়ে গর্ত ভরাট করে রাখুন ।প্রতি বছর  বর্ষার আগে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এবং বর্ষার শেষে আশ্বিন- কার্তিক মাসে  ২ কিস্তিতে সার প্রয়োগ করুন। সার গোড়া থেকে ২.৫ হাত দূর দিয়ে যতদূর পর্যন্ত ডালাপাল বিস্তার করেছে ঐ পর্যন্ত মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিন।

 

অনলাইন সারসুপারিশ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭।