মটরশুঁটি এর চাষপদ্ধতির তথ্য

ফসল : মটরশুঁটি

বর্ণনা : বীজ সারিতে বপন করা উত্তম। দুই বেডের মাঝে ৮ ইঞ্চি প্রশস্ত নালা রাখতে হবে। ১ মিটার চওরা ও ৫-৬ সেমি উঁচু বেড তৈরি করে তাতে খাটো জাতের জন্য ৫০ সেমি এবং উঁচু জাতের জন্য ৭৫ সেমি দূরে দুটি সারিতে ৫-৭ সেমি দূরে দূরে ২-৩ সেমি গভীরে বীজ বপন করতে হবে। তবে জোড়া সারি পদ্ধতিতে বীজ বোনার ক্ষেত্রে জোড়া সারির মধ্যে দূরুত্ব থাকবে ২৫-৩০ সেমি। সারিতে ১৫-২০ সেমি দূরে বীজ বুনতে হবে।

চাষপদ্ধতি :

মটরশুঁটির গাছ চারা অবস্থায় দুর্বল থাকে। তাই ভালো ফলনের জন্য জমি ৪-৫ টি চাষ দিয়ে মিহি করে তৈরি করা আবশ্যক।

তথ্যের উৎস :

শাক সবজি চাষ, মৃত্যুঞ্জয় রায়, ফেব্রুয়ারি ২০১৪, অনিন্দ্য প্রকাশ।