ফসল : মসুর

রোগের নাম : এন্থ্রাকনোজ

রোগের কারণ : ছত্রাক

ক্ষতির ধরণ : শুরুতে গাছের নতুন ডগা ও ফুলের কুড়িতে রোগের লক্ষণ দেখা দেয় । আক্রান্ত ফুল নুয়ে শুকিয়ে ঝরে পড়ে, রোগ বাড়ার সাথে সাথে ফলের বোটা হতে ডাটায় সংক্রমিত হয় এবং ক্রমেই গাছের সর্বত্র ছড়িয়ে পড়ে । পড়ে গাছের বাকল প্রথমে বাদামী হয় এবং পরে ডোরাকাটা সাদা দাগে পরিনত হয় । চকলেট রঙের প্যাকাশে রঙওে দাগ দেকা যায়। আক্রমন বেশি হলে পাতা ঝওে পড়ে। কান্ডে বাদামি রঙের কাল সীমা দেয় ছোট ছোট দাগ দেখা যায়।

ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায় , ফলের বাড়ন্ত পর্যায়

ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড , পাতা

ব্যবস্থাপনা :

রোগ দেখা দিলে প্রতি লিটার পানিতে কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক  ( যেমন চ্যাম্পিয়ন২০ গ্রাম) অথবা টেবুকোনাজল+ট্রাইফ্লক্সিস্ট্রবিন জাতীয় ছত্রাকনাশক (যেমন ৫ গ্রাম নাটিভো) ১০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে হারে মিশিয়ে ১০ দিন পরপর ২/৩ বার ম্প্রে করুন। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

পূর্ব-প্রস্তুতি :

একই জমিতে পরপর অনেকদিন যাবত একই ফসল চাষ না করা ভালো। মাটি শোধন। রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ। বীজ শোধনের জন্য প্রতি কেজি বীজে ২ থেকে ৩ গ্রাম কার্বেন্ডাজ্জিম জাতীয় ছত্রাকনাশক যেমন প্রভেক্স, ব্যাভেষ্টিন, নোইন অথবা এইমকোজিম যেকোনো একটি বালাইনাশক দিয়ে শোধন করুন।

অন্যান্য :

সুষম সার ব্যবহার করুন।

তথ্যের উৎস :

ফসলের বালাই ব্যবস্থাপনা, মোঃ হাসানুর রহমান, দ্বিতীয় সংস্করণ, জানুয়ারী ২০১৩।