মসুর এর সেচের তথ্য

ফসল : মসুর

সেচ ব্যবস্থাপনা :

বীজ বপনের আগে খরা হলে সেচ দিয়ে জমিতে জো আসার পর বীজ বপন করতে হবে।  জমি একেবারেই শুকিয়ে গেলে হালকা সেচ দিয়ে নিড়ানি দিন। 

সেচ ও নিকাশ পদ্ধতি :

1 : বৃষ্টির কারনে জমিতে পানি বেশি জমে গেলে নালা তৈরি করে তাড়াতাড়ি পানি সরানোর ব্যবস্থা নিতে হবে।জমিতে গোড়া পচা অথবা অন্যান্য ছত্রাকের আক্রমন হলে কোনভাবেই সেচ দেয়া যাবে না, এমন অবস্থায় সেচ দিলে ছত্রাক দ্রুত পুরো জমিতে ছড়িয়ে পরতে পারে।


লবণাক্ত এলাকায় সেচ প্রযুক্তি :

লবণাক্ত এলাকায় ভূপরিস্থ/ পুকুর  খুঁড়ে বৃষ্টির পানি ধরে পরে কলসি বা ফিতা ফাইপ দিয়ে সেচ দিন।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবইবাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউট৬ষ্ঠ সংস্করণসেপ্টেম্বর২০১৭।