ফসল : পেঁপে

রোগের নাম : পেঁপের গোড়া পচা রোগ

রোগের কারণ : ছত্রাক

ক্ষতির ধরণ : চারা ও গাছ উভয়ই আক্রান্ত হয়।আক্রান্ত কাণ্ডে প্রথমে জল বসা দাগ দেখা যায়।দাগ ধীরে ধীরে বড় হয় ও মাটি সংলগ্ন কাণ্ডকে ঘিরে ফেলে । আক্রান্ত গাছের পাতা হলুদ হয় ও অকালে ঝরে পরে।চরম অবস্থায় আক্রান্ত স্থান পচে যায় এবং সেখান থেকে গাছ ভেঙ্গে পড়ে যায় ।

ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায় , চারা , পূর্ণ বয়স্ক

ফসলের যে অংশে আক্রমণ করে : শিকড় , কান্ডের গোঁড়ায়

ব্যবস্থাপনা :

রোগের আক্রমণ বেশি হলে রিডোমিল এম জেড ৭২ বা কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক (যেমন-এইমকোজিম ২০ গ্রাম)প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে ১২-১৫ দিন পর পর ২-৩ বার ভালভাবে স্প্রে করতে হবে।ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

পূর্ব-প্রস্তুতি :

পেঁপে বাগানের নিকাশ ব্যবস্থা ভাল রাখুন। বীজ বোনার আগে ব্যাভিস্টিন দিয়ে শোধন করে নিন। ভাসিয়ে সেচ না দিয়ে গোঁড়ায় রিং সেচ দিন ।

অন্যান্য :

অল্প আক্রান্ত গাছের গোঁড়ার কাণ্ডে সম পরিমান চুন ও তুঁতে পানিতে গুলে (১০গ্রাম চুন+১০ গ্রাম তুত+১ লিটার পানি)ব্রাশ দিয়ে আক্রান্ত স্থানে লেপে চিকিৎসা করা যেতে পারে।

তথ্যের উৎস :

ফলের সমন্বিত বালাই ব্যবস্থাপনা, মৃত্যুঞ্জয় রায়, অনিন্দ্য প্রকাশ, ২০১৬। কৃষি প্রযুক্তি হাত বই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭।