পেঁপে এর বীজ ও বীজতলার তথ্য

ফসল : পেঁপে

বর্ণনা : পলিথিন ব্যাগে চারা তৈরি করলে রোপণের পর চারা দ্রুত বৃদ্ধি পায়। ১৫X১০ ইঞ্চি আকারের ব্যাগে সমান পরিমাণ বালি, মাটি ও পচা গোবরের মিশ্রণ ভর্তি করে ব্যাগের তলায় ২-৩টি ছিদ্র করুন।সদ্য সংগৃহীত বীজ হলে ১ টি এবং পুরাতন বীজ হলে ২-৩ টি বীজ প্রতিটি পলিথিনে বপণ করতে হবে। প্রতিটি পলিথিনে ১টি চারা রেখে বাকিগুলো তুলে ফেলতে হবে।

বীজতলা প্রস্তুতকরণ : পলিথিন ব্যাগে চারা তৈরি করলে রোপণের পর চারা দ্রুত বৃদ্ধি পায়। ১৫X১০ ইঞ্চি আকারের ব্যাগে সমান পরিমাণ বালি, মাটি ও পচা গোবরের মিশ্রণ ভর্তি করে ব্যাগের তলায় ২-৩টি ছিদ্র করুন।সদ্য সংগৃহীত বীজ হলে ১ টি এবং পুরাতন বীজ হলে ২-৩ টি বীজ প্রতিটি পলিথিনে বপণ করতে হবে। প্রতিটি পলিথিনে ১টি চারা রেখে বাকিগুলো তুলে ফেলতে হবে। বীজতলাতেও পেঁপের চারা উৎপাদন করা যায়। সেক্ষেত্রে ১ মিটার চওড়া, ৩-৫ মিটার লম্বা ও ১০-১৫ সেন্টিমিটার উঁচু বেড/বীজতলা তৈরি করতে হবে। বীজতলার মাটির সাথে প্রতি বর্গমিটারে ২-৩ কেজি গোবর সার ও কিছু বালি মিশিয়ে দিতে হবে। বীজতলায় ১০-১৫ সেন্টিমিটার দূরত্বে সারি করে প্রতি সারিতে ৩-৪ সেন্টিমিটার পরপর ১-১.৫ সেন্টিমিটার গভীরে বীজ বুনতে হবে।


বীজতলা পরিচর্চা : শোধনকৃত বীজ বপনের পর ঝরনার সাহায্যে পরিমাণ মতো পানি দিয়ে খড় দিয়ে ঢেকে তার ওপর পলিথিন দিয়ে রাখতে হবে। এভাবে পলিব্যাগ দিয়ে ঢাকা অবস্খায় ৭ থেকে ১০ দিন রাখতে হবে। বীজ অঙ্কুরোদগমের পর পলিথিন তুলে ফেলতে হবে এবং প্রথম অবস্খায় ৭ দিন পর পর কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক যেমনঃ এমকজিম ২ গ্রাম ১লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। চারার বয়স ৩০ থেকে ৪০ দিন হলে রোপণ করতে হবে এবং চারা লাগানোর আগে পলিব্যাগে ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে ১ দিন পর চারা লাগাতে হবে।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।