ফসল : পেঁপে

রোগের নাম : পেঁপের শুটি মোল্ড

রোগের কারণ : ছত্রাক

ক্ষতির ধরণ : এ রোগের আক্রমণে পাতায় ,ফলে ও কান্ডে কাল ময়লা জমে।জাব পোকা ও মিলিবাগের আক্রমণ এ রোগ ডেকে আনে।

ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায় , চারা , ফলের বাড়ন্ত পর্যায়

ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড , পাতা , ফল

ব্যবস্থাপনা :

মিলিবাগের আক্রমণ বেশি হলে ইমিডাক্লোরোপ্রিড জাতীয় কীটনাশক (যেমন এডমায়ার অথবা টিডো ৭-১০ মিলিলিটার ( ২ মুখ ) ১০ লিটার পানিতে মিশিয়ে )১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে। স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই ফল খাবেন না বা বিক্রি করবেন না। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

পূর্ব-প্রস্তুতি :

নিয়মিত বাগান পরিদর্শন করুন।জাব পোকা ও মিলিবাগ নিয়ন্ত্রণ করুন। 

অন্যান্য :

তীব্র আক্রান্ত পাতা তুলে ফেলতে হবে।অল্প আক্রান্ত পাতায় সাবানের পানি স্প্রে করতে হবে। মিলিবাগের নিয়ন্ত্রণে প্রতিলিটার পানিতে ৫ গ্রাম সাবানের গুড়া মিশিয়ে স্প্রে করতে পারেন।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাত বই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭।