ফসল : পেঁপে
রোগের নাম : পেঁপের উইল্টিং রোগ
রোগের কারণ : ছত্রাক/ ব্যাকটেরিয়া
ক্ষতির ধরণ :
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : যেকোন অবস্থা
ফসলের যে অংশে আক্রমণ করে : শিকড় , কান্ডের গোঁড়ায়
ব্যবস্থাপনা :
আক্রান্ত গাছের গোড়ার মাটিতে জিপসাম অথবা চুন প্রয়োগ করুন।
পূর্ব-প্রস্তুতি :
নিয়মিত বাগান পরিদর্শন করুন। বীজ শোধন করে নিন।
অন্যান্য :
জমি থেকে আক্রান্ত গাছ তুলে ফেলুন। রোগের প্রাথমিক অবস্থায় ১% বর্দোমিকচার বা কুপ্রাভিট ৪গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। মাঠে/ বাগানে পানি বের করার ব্যবস্থা করুন।
তথ্যের উৎস :
কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭।