ফসল : পেঁপে

রোগের নাম : পেঁপের পাতা কোকড়ানো রোগ

রোগের কারণ : ভাইরাস

ক্ষতির ধরণ : এ রোগে পাতা কুঁকড়ে মচমচে হয়ে যায়।তীব্র আক্রান্ত পাতা ছেঁড়া ছেঁড়া দেখায়।পাতার শিরা পুরু, মোটা ও গাঢ় সবুজ হয়। আক্রান্ত গাছে সাধারণত ফুল আসেনা বা এলেও খুব কম ফল ধরে।

ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : যেকোন অবস্থা

ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা , ফল

ব্যবস্থাপনা :

জমিতে সাদা মাছি দেখা গেলে (বাহক পোকা) ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের কীটনাশক (যেমন এডমায়ার অথবা টিডো ১০ মি.লি. ২ মুখ )১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে।সকাল বেলা গাছে ছাই ছিটিয়ে দিলে এই পোকা গাছ থেকে পড়ে যাবে৷ ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

পূর্ব-প্রস্তুতি :

পেঁপে বাগানের আশেপাশে টমেটো ও তামাক গাছ লাগাবেন না ।এসব গাছের সাদা মাছি এ রোগ ছড়ায়।নিয়মিত বাগান পরিদর্শন করুন। 

অন্যান্য :

আক্রান্ত গাছ দেখা মাত্র তুলে ফেলতে হবে।

তথ্যের উৎস :

ফলের রোগ, মৃত্যুঞ্জয় রায়, ২০১৪।