ফসল : বেগুন

রোগের নাম : ফল ফেটে যাওয়া সমস্যা

রোগের কারণ : শরীরবৃত্তীয় কারণ

ক্ষতির ধরণ : তাপমাত্রার দ্রত পরিবর্তন, অতি পানি ঘাটতির পর হঠাৎ সেচ দেওয়া বা গাছের শরীরবৃত্তীয় কারণে কখনও কখনও বেগুন ও বেগুন গাছ ফেটে যায়। এতে বেগুন খাবারের অযোগ্য হয়ে পড়ে।

ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়

ফসলের যে অংশে আক্রমণ করে : ফল , সম্পূর্ণ গাছ

পূর্ব-প্রস্তুতি :

১.আগাম বীজ বপন করা ২.নিয়মিত জমির আদ্রতা পরীক্ষা করে সেচ দিন। ৩.খরার সময় হঠাৎ জমিতে সেচ প্রয়োগ করবেন না ৪.সুষম সার ব্যবহার করা ৫.সঠিক দুরত্বে চারা রোপন করা

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।

 কৃষি তথ্য সার্ভিস (এআইএস),১২/০২/২০১৮