বেগুন এর চাষপদ্ধতির তথ্য

ফসল : বেগুন

বর্ণনা : কয়েকটি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে জমি তৈরি করুন।

চাষপদ্ধতি :

প্রতি বীজ তলা ৩ মিটার(১১৮ ইঞ্চি) লম্বা এবং ১ মিটার( ৩৯.৩৭ ইঞ্চি) চওড়া এবং  দু বীজ তলার মাঝে নালার গভীরতা ৩০ সে.মি(১২ ইঞ্চি)।প্রতি বীজ তলায়  উর্বরতা ভেদে ৫-১০ কেজি  গোবর/ জৈবসার এবং ৩০ গ্রাম টি এস পি সার মাটির সাথে মেশান।  বীজ বোনার আগে এক রাত ভিজিয়ে রাখুন।লাইনে  বীজ বুনলে লাইনের  দূরত্ব২  ইঞ্চি  রাখুন, ১ ইঞ্চি  গভীরে আঙ্গুল বা কাঠি দিয়ে সারি করুন  এবং ২-৩ দূরে দূরে বীজ বুনুন । এবং বীজ ঢেকে মাটি হালকা করে চেপে দিন । 

বীজতলা বা জমি শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বীজ শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।