বেগুন এর বীজ ও বীজতলার তথ্য

ফসল : বেগুন

বর্ণনা : প্রতি বীজ তলা ৩ মিটার(১১৮ ইঞ্চি) লম্বা এবং ১ মিটার( ৩৯.৩৭ ইঞ্চি) চওড়া এবং দু বীজ তলার মাঝে নালার গভীরতা ৩০ সে.মি(১২ ইঞ্চি)।

বীজ ও বীজতলার প্রকারভেদ :

বেগুন চাষের জন্য প্রথমে বীজতলায় চারা করে তা মূল জমিতে রোপণ করতে হয়। বীজতলা এমন স্থানে তৈরী করতে হবে যেখানে বৃষ্টির পানি দাঁড়াবে না অর্থাৎ সুনিষ্কাশিত হতে হবেসর্বদা আলো-বাতাস পায় অর্থাৎ ছায়ামুক্ত হতে হবে।


ভাল বীজ নির্বাচন :

প্রতি হেক্টর জমিতে বেগুন চাষের জন্য ২৫০-৩০০ গ্রাম বীজের প্রয়োজন হয়। ৩ মিত্ম১মি পরিমাপের বীজ তলার জন্য ১৪-১৬ গ্রাম বীজ লাগে। তাহলে ২৫০-৩০০ গ্রাম বীজের জন্য উল্লেখিত মাপের ১৬-২০ টি বীজতলার প্রয়োজন হবে। ১ গ্রাম বেগুন বীজে প্রায় ২০০-২৫০ টি বীজ থাকে এবং শতকরা ৭৫-৮০টি বীজ অঙ্কুরিত হয়

বীজতলা প্রস্তুতকরণ : কয়েকটি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে জমি তৈরি করুন। বর্ণনানুসারে বেড তৈরি করুন। প্রতি বীজ তলায় উর্বরতা ভেদে ৫-১০ কেজি গোবর/ জৈবসার এবং ৩০ গ্রাম টি এস পি সার মাটির সাথে মেশান। বীজ বোনার আগে এক রাত ভিজিয়ে রাখুন।লাইনে বীজ বুনলে লাইনের দূরত্ব২ ইঞ্চি রাখুন, ১ ইঞ্চি গভীরে আঙ্গুল বা কাঠি দিয়ে সারি করুন এবং ২-৩ দূরে দূরে বীজ বুনুন । এবং বীজ ঢেকে মাটি হালকা করে চেপে দিন ।


বীজতলা পরিচর্চা : বীজ বোনার পর ছালার চট বা ধানের খড় বিছিয়ে ৭২ ঘন্টা ঢেকে রাখুন। বীজ গজানো তরানিত করতে ঝাঝরা দিয়ে পানি দিন। অবহাওয়া অতি শীতল হলে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে সকালে খুলে দিন। বৃষ্টি ও দুপুরের তাপ থেকে রক্ষার জন্য চাটাই দিয়ে ছায়ার ব্যবস্থা করুন। বীজতলার চারিপাশে ছাই ছিটিয়ে দিন এতে পিঁপড়া ও অন্যান্য পোকার আক্রমন থেকে নিরাপদ থাকবে।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।

কৃষি তথ্য সার্ভিস (এআইএস),১২/০২/২০১৮।