ফসল : সরিষা

রোগের নাম : অরোবাঙ্কি/ ঝাড় সরিষা

রোগের কারণ : পরজীবী আগাছা

ক্ষতির লক্ষণ : শিকড়ে আক্রমণ করে গাছ দুর্বল করে ফেলে, বাড়ন ও ফলন কম হয়। সেচের পানির সাথে বিস্তার ঘটে।

ক্ষতির ধরণ : শিকড়ে আক্রমণ করে গাছ দুর্বল করে ফেলে, বাড়ন ও ফলন কম হয়। সেচের পানির সাথে বিস্তার ঘটে।

ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়

ফসলের যে অংশে আক্রমণ করে : শিকড়

ব্যবস্থাপনা :

ফুল আসার আগে জমি থেকে আগাছা অপসারণ। পরিমিত টিএসপি প্রয়োগ করুন।

পূর্ব-প্রস্তুতি :

একই জমিতে বারবার সরিষা আবাদ করবেন না।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাত বই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।