সরিষা এর সেচের তথ্য

ফসল : সরিষা

সেচ ব্যবস্থাপনা :

বীজ বপনের ২৫-৩০ দিনের মধ্যে (গাছে ফুল আসার সময়) প্রথম সেচ এবং ৫০-৫৫ দিসের মধ্যে (ফল ধরার সময়) দ্বিতীয় সেচ দিতে হবে। বপনের সময় মাটিতে রস কম থাকলে চারা গজানোর ১০-১৫ দিনের মধ্যে একটি হালকা সেচ দিতে হয়।

সেচ ও নিকাশ পদ্ধতি :

1 : জমিতে যেন জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নালা তৈরি করে তাড়াতাড়ি পানি সরানোর ব্যবস্থা নিন।


লবণাক্ত এলাকায় সেচ প্রযুক্তি :

কলস বা ঝাঁঝরি দিয়ে ঝরনা সেচ দিন। সেচের প্রয়োজনে জমির পাশে মিনি পুকুর করে বৃষ্টির পানি ধরে রাখুন। ফ্রাকশনাল পাম্প দিয়ে ফিতা পাইপের সহায়তায় ঝরনা সেচ দিন।  

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাত বই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।

কৃষি তথ্য সার্ভিস (এআইএস), ১২/০২/২০১৮