ফসল : পেয়ারা

রোগের নাম : পেয়ারার ঢলে পড়া রোগ

রোগের স্থানীয় নাম : নেই

রোগের কারণ : ছত্রাক

ক্ষতির ধরণ : রোগাক্রান্ত গাছের পাতা প্রথমে হলুদ হয়ে শুকিয়ে মারা যেতে শুরু করে। ডগায় প্রথমে লক্ষণ দেখা দেয়। পরে পুরো ডাল একপাশ শেষে ১০-১৫ দিনের মধ্যে সম্পূন্ন গাছ ঢলে পড়ে। লাল মাটিতে লাগানো গাছে এ রোগ বেশী হয়।

ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায় , ফলের বাড়ন্ত পর্যায়

ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড , পাতা , ফল

ব্যবস্থাপনা :

কিছুটা সুস্থ অংশসহ আক্রান্ত অংশ কেটে পুড়িয়ে ফেলুন এবং আটা অংশে বোর্দো মিশ্রণ বা কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাক নাশক (কুপ্রাভিট  ২০ গ্রাম) ১০ লি. পানিতে  মিশিয়ে ১৫ দিন পরপর ২ বার স্প্রে করুন। ছত্রাকনাশক স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

পূর্ব-প্রস্তুতি :

পেয়ারা বাগান পরিষ্কার রাখতে হবে। পরিস্কার করার পর একটি ছত্রাকনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন। নিয়মিত বাগান পরিদর্শন করুন। মাটিতে ব্রসিকল প্রয়োগ করে এ রোগ প্রতিরোধ কর যায়।

অন্যান্য :

ঢলে পড়া রোগ প্রতিরোধী জাত হলো পলি পেয়ারা, আঙ্গুর পেয়ারা ও স্ট্রবেরি পেয়ারা।

তথ্যের উৎস :

পেয়ারা চাষের উন্নত কলাকৌশল, . এম. . রহিম ও ড. মোঃ শামসুল আলম মিঠু, ২০১০, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭

ফসলের বালাই ব্যবস্থাপনা, মোঃ হাসানুর রহমান, দ্বিতীয় সংস্করণ, জানুয়ারী ২০১৩।