ফসল : আখ

রোগের নাম : আখের পাইনআপেল রোগ

রোগের কারণ : ছত্রাক

ক্ষতির ধরণ : জমিতে আখ রোপনের পর তা গজায়না বরং পচে যায়। গজালেও তা টিকেনা চারা মরে যায়। রোপন করা আখ কাটলে আনারসের মত গন্ধ পাওয়া যায়।

ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : শুরুতে

ফসলের যে অংশে আক্রমণ করে : বীজ

ব্যবস্থাপনা :

আক্রান্ত গাছ জমি থেকে শিকড় সমেত তুলে ফেলুন। আখ কাটার পর মোথাসমেত সমস্ত মরা মাতা পুড়িয়ে ফেলতে হবে ও প্রখর রোগের তাপে আক্রান্ত জমির মাটি শুকানোর ব্যবস্থা নিন।

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

পূর্ব-প্রস্তুতি :

রোগমুক্ত আনূমোদিত বীজ ব্যবহার ব্যবহার করুন। আগাম চাষ অনুসরণ করুন।*প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে ব্যাভিস্টিন বা নোইন নামক ছত্রাক নাশক মিশিয়ে রোপনের আগে ৩০ মিনিট ধরে বীজ শোধন করে নিন। রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জাতের চাষ করুন। অতি ভেজা বা অতি শুকনা জমিতে ও ঠান্ডা আবহাওয়ায় আখ রোপন করবেন না ।

তথ্যের উৎস :

ফসলের বালাই ব্যবস্থাপনা, মোঃ হাসানুর রহমান, দ্বিতীয় সংস্করণ, জানুয়ারী ২০১৩।

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই), ২৩/০২/২০১৮।