ক্ষতির ধরণ : এটি ছত্রাকজনিত রোগ। এ রোগ হলে আখের পাতায় মাঝে মাঝে রক্তের ফোটার মত লাল দাগ দেখা দেয়। দাগের মাঝখানটা কালো হয় ।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা
ব্যবস্থাপনা :
কপার অক্সিক্লোরোইড জাতীয় ছত্রাকনাশক যেমন (ডিলাইট অথবা গোল্ডটন ২০ গ্রাম) ১০ লিটার পানিতে মিশিয়ে ভালভাবে স্প্রে করবেন। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।