ফসল : লিচু
রোগের নাম : লিচুর পাতা পোড়া রোগ
রোগের কারণ : ছত্রাক
ক্ষতির ধরণ :
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায় , পূর্ণ বয়স্ক
ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা , ফল
ব্যবস্থাপনা :
মেনকোজেব জাতীয় ছত্রাকনাশক (ডাইথেন এম ৪৫) ২০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে ১৫ দিন পরপর ২ বার স্প্রে করুন। বালাইনাশক স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।
বালাইনাশকের বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন
বালাইনাশক ব্যবহারের সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
নিয়মিত গাছ/বাগান পরিদর্শন করে ব্যবস্থা নিন।
অন্যান্য :
আক্রান্ত পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করুন। সুষম সার প্রয়োগ ও পরিচর্যার মাধ্যমে গাছের বৃদ্ধি ঠিক রাখুন।
তথ্যের উৎস :
সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ২০১৭।