লিচু এর চাষপদ্ধতির তথ্য

ফসল : লিচু

বর্ণনা : বাগান আকারে গাছ লাগাতে হলে গভিরভাবে চাষ দিয়ে জমি তৈরি করা উচিত। এতে দীর্ঘজীবী আগাছা দমন হবে। বাড়ির আশে পাশে, পুকুর পাড়ে কিংবা রাস্তার ধারে গাছ লাগালে চাষ না দিয়ে সরাসরি গর্ত করে কুলের চারা লাগানো যায়।

চাষপদ্ধতি :

রোপণ দূরত্বঃ ৮-১০ মিটার

গর্তের আকারঃ ১ হাত × ১ হাত ×১ হাত

গর্ত করার পর চারা রোপণের ১০-১৫ দিন পূর্বে গর্ত প্রতি ৫০০ গ্রাম টিএসটি, ৪০০ গ্রাম, পটাশ ও  ৩০০ গ্রাম জিপসাম সার প্রতিটি ২৫০ গ্রাম করে গর্তের মাটির সাথে মিশিয়ে গর্ত বন্ধ করে রাখতে হবে।জৈষ্ঠ্য-আষাঢ় এবং ভাদ্র-আশ্বিন মাস চারা রোপনের উপযুক্ত সময়। এসময় গর্তের মাটি উলট পালট করে করে নিতে হবে। চারা রোপণের পর খুটি  দিয়ে বেঁধে দিতে হবে এবং হালকা পানি সেচ দিতে হবে।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।