ক্ষতির ধরণ : চারা ও বড় গাছের পাতা এবং গাছ হঠাৎ করে ঢলে পড়ে। পাতা হলুদ বা বাদামি রং ধারণ করে, পরবর্তী সময়ে সম্পূর্ণ গাছ মারা যায়।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায় , চারা , সব
ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা , সব , সম্পূর্ণ গাছ
ব্যবস্থাপনা :
কপার হাইড্রোক্সাইড জাতীয় বালাইনাশক (যেমনঃ চ্যাম্পিয়ন ২০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে) ১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।