যন্ত্রের নাম : বেড প্লানটার

ফসল : গম

যন্ত্রের ধরন : অন্যান্য

যন্ত্রের পরিচালনা পদ্ধতি :

যন্ত্রের উপকারিতা :

বেড এ ফসল চাষ করলে সেচ খরচ ও সময় ২৫% কম হয় এবং এক্ষেত্রে শ্রমেরও সাশ্রয় হয়।

এ যন্ত্রের সাহায্যে ঘণ্টায় ২৫-২৭% জমিতে বীজ বপন করা যায়।

যন্ত্রের বৈশিষ্ট্য :

যন্ত্রটি দিয়ে ১-২ চাষে  বেড তৈরি ,সার প্রয়োগ ও বীজ বপনের কাজ একই সঙ্গে করা যায়।

যন্ত্রটি দ্বারা নিয়ন্ত্রিতভাবে গম, ভুট্টা, পাট, ধান, তেলবীজ, মুগ, তিল, ডাল শস্য, সবজি বীজ বপন করা যায়

স্থায়ী বেড এ অবশিষ্টাংশ রেখে শূন্য চাষে বীজ বপন করা যায়।

 

রক্ষণাবেক্ষণ : ব্যবহারের পর মাটি ও পানি ধুয়ে মুছে পরিষ্কার করে রাখুন।

তথ্যের উৎস :

খামার যান্ত্রিকীকরন এর মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প- ২য় পর্যায় (২য় সংশোধিত), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডি এ ই), খামারবাড়ী, ফার্মগেট, ঢাকা-১২১৫। জানুয়ার‍ি, ২০১৮।