গম এর সেচের তথ্য

ফসল : গম

বর্ণনা : মাটির প্রকার ভেদে ২/৩ টি সেচ দিতে হয়। প্রথম সেচ চারার তিন পাতার সময় (বপনের ১৭ থেকে ২১ দিন পর্রে, দ্বিতীয় সেচ গমের শীষ বের হওয়ার সময় (বপনের ৫৫ থেকে ৬০ দিন পর) এবং ত্ তীয় সেচ দানা সময় (বপনের ৭৫-৮০ দিন পর )দিতে হবে।

সেচ ব্যবস্থাপনা :

মাটির  প্রকার ভেদে ২/৩ টি সেচ দিতে হয়। প্রথম সেচ চারার তিন পাতার সময় (বপনের ১৭ থেকে ২১ দিন পর্রে, দ্বিতীয় সেচ গমের শীষ বের হওয়ার  সময় (বপনের ৫৫ থেকে ৬০ দিন পর) এবং ত্ তীয় সেচ দানা  সময় (বপনের ৭৫-৮০ দিন পর )দিতে হবে।

সেচ ও নিকাশ পদ্ধতি :

1 : নালা ও প্লাবন সেচ ব্যবস্থা


তথ্যের উৎস :

 কৃষকের ডিজিটাল ঠিকানা ওয়েবসাইট , ৩১/১২/১৭