চালকুমড়া এর পুষ্টিমানের তথ্য

ফসল : চালকুমড়া

পুষ্টিমান :

প্রতি ১০০ গ্রাম চালকুমড়ায়  ৯৬.৫ গ্রাম জলীয় অংশ,০.৩ গ্রাম খনিজ পদার্থ, ০.৮ গ্রাম আঁশ, ১০ কিলোক্যালরি খাদ্য শক্তি, ০.৪ গ্রাম আমিষ, ১.০ গ্রাম চর্বি, ১.৬ গ্রাম শর্করা, ৩০ মিগ্রা ক্যালসিয়াম, ০.৮ মিগ্রা লৌহ, ১ মিগ্রা ভিটামিন-সি রয়েছে।

তথ্যের উৎস :

কৃষি ডাইরি, কৃষি তথ্য সার্ভিস (এআইএস)১২/০২/২০১৮