ফসল : কলা
পোকার নাম : কলার পাতা ও ফলের বিটল
পোকা চেনার উপায় : পূর্ণবয়স্ক পোকা ৪.০-৪.৫ মিমি লম্বা, ২.০ মিমি চওড়া। মাথা রং বাদামি, উপরের আবরণ কোন প্রজাতির বাদামী, কোনটা নীলচে সবুজ।
ক্ষতির ধরণ : বয়স্ক পোকা কুড়ে কুড়ে খাওয়ায় পাতার ও ফলের উপর সরু লম্বা ছোট ছোট দাগ পড়ে। কলা বড় হওয়ার সাথে সাথে দাগগুলো বড় হয় ও কালচে ধূসর রঙ ধারণ করে। কলার মোচা বের হলে পাতা ছেড়ে কচি কলা আক্রমণ করে।
আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়, ফলের বাড়ন্ত পর্যায়
পোকামাকড় জীবনকাল : পূর্ণ বয়স্ক, কীড়া
ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা , কচি পাতা , ফল , ফুল
পোকার যেসব স্তর ক্ষতি করে : লার্ভা , পূর্ণ বয়স্ক , কীড়া
ব্যবস্থাপনা :
মোচা বের হবার আগে, মোচা বের হবার সাথে সাথে ছড়াতে, কলা পুরা বের হবার পর -এই মোট ৪ বার ডেল্টামেথ্রিন জাতীয় কীটনাশক (যেমন: ডেসিস ২.৫ ইসি ১০ মিলিলিটার) প্রতি ১০ লিটার মিশিয়ে স্প্রে করুন। আক্রমণ বেশি হলে ইমিডাক্লোরোপ্রিড জাতীয় কীটনাশক (যেমন এডমায়ার অথবা টিডো ৭-১০ মিলিলিটার /২ মুখ ) ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।
বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
জমি পরিষ্কার রাখুন।
অন্যান্য :
বাগানে আলোর ফাঁদ স্থাপন করুন। আক্রান্ত গাছে ৫ গ্রাম সাবানের গুড়া প্রতি লিটার পানিতে মিশিয়ে সপ্তাহে ২ দিন পাতার নিচ দিয়ে স্প্রে করুন। মোচা বের হবার সাথে সাথে ১০৫ সেমি (৪২ইঞ্চি) × ৭৫ সেমি (৩০ইঞ্চি) দুই মুখ খোলা মোশারির নেট/ ছিদ্রা যুক্ত পলিথিন দিয়ে ঢেকে দিন।নিচ দিক খোলা রাখুন।
আলোক ফাঁদ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
তথ্যের উৎস :
ফলের সমন্বিত বালাই ব্যবস্থাপনা, মৃত্যুঞ্জয় রায়, ২০১৬, অনিন্দ্য প্রকাশনী।