ফসল : লেবু

পোকার নাম : লেবুর পিঁপড়া

পোকা চেনার উপায় : অতি পরিচিত পোকার মাঝে ছোট লাল ও কাল পিঁপড়া বেশ ক্ষতি করে। এদের দেহ মাথা মোটা ধর লম্বাটে এবং পেট মোটা ও লম্বাটে । পুরুষ ও স্ত্রীর কখনো কখনো পাখা গজায়। জাব পোকাদের এরা পালন করার জন্য গাছের ডগায় দলদবদ্ধ থাকে।

ক্ষতির ধরণ : এরা সাধারণত সরাসরি ক্ষতি করেনা। কিন্তু অনেক সময় গাছের গোড়ার মাটি সারিয়ে ফেলে, ফলে গাছ পড়ে যায়। অনেক সময় গাছ মারা যায়।

আক্রমণের পর্যায় : পূর্ণ বয়স্ক

ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা , ডগা

পোকার যেসব স্তর ক্ষতি করে : পূর্ণ বয়স্ক

ব্যবস্থাপনা :

আক্রমণ বেশি হলে ল্যামডা-সাইহ্যালোথ্রিন জাতীয় কীটনাশক (ক্যারাটে ২.৫ ইসি অথবা ফাইটার প্লাস ২.৫ ইসি ১৫ মিলি /৩ মূখ) ১০ লিটার প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে ১০ দিন পরপর ২/৩ বার। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে। 

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

পূর্ব-প্রস্তুতি :

নিয়মিত গাছ/বাগান পরিদর্শন করুন।কোন কীটনাশক ব্যবহারের প্রয়োজন নেই । ছোট কোন পাত্রে সমান্য কেরোসিন রেখে দিলে পিঁপড়া সেখান থেকে চলে যায়।

অন্যান্য :

গাছের গোঁড়ার মাটি কুপিয়ে সেখানে ফিনিশ পাউডার ছিটিয়ে দিতে হবে।

তথ্যের উৎস :

সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ২০১৭।