লেবু এর বীজ ও বীজতলার তথ্য

ফসল : লেবু

বর্ণনা : গাছের গোড়ার দিকে জলশোষক বের হলেই কেটে ফেলতে হবে। গাছের ভিতরের দিকে যেসব ডালপালা সূর্যালোক পায় না সেসব দূর্বল, রোগাক্রান্ত শাখা প্রশাখা নিয়মিত কেটে ফেলতে হবে। মধ্য ভাদ্র থেকে মধ্য কার্তিক (সেপ্টেম্বর-অক্টোবর) ছাঁটাই করার উপযুক্ত সময়। ডাল কাটার পর কর্তিত স্থানে বোর্দ পেস্টের প্রলেপ দিলে ছত্রাকের আক্রমণ হবে না।

ভাল বীজ নির্বাচন :

বীজ থকে বংশ বিস্তারে জাতের মান ঠিক থাকে না, ফলন দেরিতে আসে; তাই গুটী কলম করাই উত্তম। বর্ষার শুরুতে গুটি কলম করুন। এক থেকে দেড়   বসরের সুস্থ সবল, নিরোগ ও বালাইমুক্ত পেন্সিলের মতন মোটা ডাল নির্বাচন করুন। অথবা  দেড় বসরের সুন্থ সবল, নিরোগ ও বালাইমুক্ত পেন্সিলের মতন মোটা ডাল নির্বাচন করে তিন  চোক বিশিষ্ট ২০-২৫ সেমি  খন্ড করে  নিন।

বীজতলা প্রস্তুতকরণ : সুনিস্কাশিত ও সেচের সুবিধাযুক্ত উচু রৌদ্রজ্জ্বল স্থানে ১.২৫ সেমি চওড়া ও সুবিধাজনক লম্বা চারাতলা তৈরি করুন। ২ চারাতলার মাঝে ২৫-৩০ সেমি নালা রাখুন।নালার মাটি, ভিটিমাটির সাথে সম পরিমাণ জৈব সার মিশিয়ে দিন।মাটি স্যাঁতস্যাঁতে হবার স ম্ভাবনা থাকলে নালার গভীরতা বরাবর ৫-৭ সেমি খোয়া স্তর দিয়ে এর উপর১৫ সেমি উঁচু জৈব সার মিশেল মাটির স্তর বিছিয়ে চারাতলা প্রন্তুত করুন। প্রয়োজনে ছায়ার ব্যবস্থা রাখুন।


বীজতলা পরিচর্চা : চারাতলায় ২-৩ ইঞ্চি দূরে দূরে সারি করে সমদূরে একই দিকে তেরছা করে একটি চোখ মাটির নিচে বসিয়ে দিন। প্রয়োজনে কাটিং এর উপরের কাটা স্থান আলকাত্রার প্রলেপ দিন। কাটিং লাগানোর পর গোড়ায় হালকা সেচ দিন এবং কয়েক দিন ছায়ার ব্যবস্থা করুন। থেকে গুটি কলম কেটে এনে রোপণের আগ পর্যন্ত(সপ্তাহখানেক) চারাতলায় ছয়াযুক্ত স্থানে রেখে দিন। প্রয়োজনে চারার উপর পানির হাল্কা ছিটা দিন।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭