লেবু এর সেচের তথ্য

ফসল : লেবু

সেচ ব্যবস্থাপনা :

চারা লাগানোর পরপরই চারার গোঁড়ায় পানি দিন। চারা লাগানোর পর বেশ কিছুদিন পর্যন্ত ঝর্ণা দিয়ে সেচ দিতে হবে। অধিক ফলনের জন্য ফুল আসা ও ফলের বাড়ন্ত সময়ে সেচ দিতে হবে। খরা মৌসুমে মাটিতে রসের অবস্থা বুঝে ১০-১৫ দিন পরপর সেচ দিতে হবে। বর্ষাকালে গাছের গোঁড়ায় যাতে পানি জমতে না পারে সেজন্য নিকাশ নালার ব্যবস্থা করতে হবে।

সেচ ও নিকাশ পদ্ধতি :

1 : জলাবদ্ধতা সহ্য করতে পারে না বিধায় বর্ষাকালে গোড়ায় পানি জমতে দিবেন না।মালচিং এর ব্যবস্থা নিন।


তথ্যের উৎস :

ফল উৎপাদনের উন্নত কলাকৌশল, ২০১১, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট(বিএআরআই)।