ফসল : পান

পোকার নাম : পানের থ্রিপস

পোকা চেনার উপায় : পোকাগুলির গায়ের রং হালকা হলুদ, খুব ছোট, নরম হয়। পাতার নীচের দিকে এক সাথে ছোট কীট ও পূর্ণাঙ্গ পোকাগুলি থাকে।

ক্ষতির ধরণ : পোকাগুলি পাতার বহিঃত্বক সরিয়ে কোষের মধ্য থেকে রস চুষে খায়, ফলে পাতা সাদাটে হয়ে যায়। গাছকে দুর্বল করে ফেলে। এদের আক্রমণের কারণে পাতায় বাদামি দাগ হয়।

আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়, চারা

ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা , কচি পাতা

পোকার যেসব স্তর ক্ষতি করে : লার্ভা , পূর্ণ বয়স্ক , কীড়া

ব্যবস্থাপনা :

"আক্রমণ বেশি হলে ইমিডাক্লোরোপ্রিড জাতীয় কীটনাশক (যেমন এডমায়ার অথবা টিডো ৭-১০ মিলিলিটার / ২মুখ) ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে ১০ দিন পরপর ২/৩ বার।

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

পূর্ব-প্রস্তুতি :

আগাম বীজ বপন করুন ;বরজ ও আশে পাশের জমি পরিস্কার/পরিচ্ছন্ন রাখুন।

তথ্যের উৎস :

সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ২০১৭।