পান এর চাষপদ্ধতির তথ্য

ফসল : পান

বর্ণনা : বরজ তৈরিঃ পান বরজের উচ্চতা ৯৫-৯৮ ইঞ্চি রাখা উচিত। বরজের মাঝে ৭৮-১১৮ইঞ্চি পরপর বাশেঁর খুটি দিয়ে মজবুত করেো তৈরি করুন। বাশেঁর কাঠি,পাট কাঠি, ধানের খড়, কলার বোঁটা ও পাতা বরজের জন্য ব্যবহার করা যায়। উত্তরের ঠান্ডা বাতাস যাতে না লাগে সেদিকে খেয়াল রাখুন। বরজে ৫০-৭৫% ছায়ার সৃষ্টি করুন। বরজ তৈরির পর ৩-৪ বছর কোন খরচ হয় না।

চাষপদ্ধতি :

প্রতিটি বেডে দুটি সারি থাকবে। প্রতিটি সারিতে ৬-৮ ইঞ্চি পরপর একটি করে গর্ত করতে হবে।প্রতিটি গর্তে একটি করে কাটিং সারিবদ্ধভাবে লাগাতে হবে। রোপণের এক মাসের মধ্যে গিরা থেকে অঙ্কুর এবং আগায় নতুন কুশি বের হবে।এ সময় যখন লতা বড় হতে থাকবে তখন নতুন লতা দু’মিটার লম্বা চিকন বাঁশের খুঁটির সাথে বেঁধে দিতে হবে।কাটিং লাগানোর পর যদি কিছু গাছ মারা যায় তাহলে তা সরিয়ে নতুন কাটিং দিয়ে শূণ্যস্থান পূরণ করতে হবে।

বীজতলা বা জমি শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

 

 

তথ্যের উৎস :

পান উৎপাদন কলাকৌশল (বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল) এবং মাঠকর্ম, চাটমোহর, পাবনা, অক্টোবর, ২০০৯।