পান এর সেচের তথ্য

ফসল : পান

সেচ ব্যবস্থাপনা :

দিনের প্রথমভাগে সেচ দিন। লতা নামানোর সময় স্বাভাবিকের তুলনায় ঘন ঘন এবং পূর্ণমাত্রায় ফলনশীল অবস্থায় অপেক্ষাকৃত কম সেচ দিন।

সেচ ও নিকাশ পদ্ধতি :

1 : বৃষ্টি বা অতিরিক্ত সেচের পানি জমিতে জমতে দিবেন না। এর পর জো এলে নিড়ানি দিয়ে মাটির ওপরের চটা ভেঙে দিন। রবি মৌসুমে প্রয়োজনে ৩-৪ দিন পরপর সেচ দিন। বর্ষাকালে সাধারণত সেচের প্রয়োজন পড়ে না। বরংআধা থেকে এক ঘন্টার বেশি সময় ধরে বৃষ্টি বা অতিরিক্ত সেচের পানি বরজে আটকে থাকতে দিবেন না।


তথ্যের উৎস :

পান উৎপাদন কলাকৌশল (বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল) এবং মাঠকর্ম, চাটমোহর, পাবনা, অক্টোবর, ২০০৯।