ফসল : পান
পোকার নাম : পান বরজের উঁইপোকা
পোকা চেনার উপায় : পিঁপড়ার মতো। গা নরম। রঙ সাদা। কখনো পাখা থাকে।
ক্ষতির ধরণ : উঁইপোকা পানের শিকড় কেটে ফেলে। এটি বরজ তৈরির উপকরণ নষ্ট করে। ফলে পানের বরজ খাড়া থাকাতে পারে না। এতে ফলন বিশেষভাবে কমে যায়।
আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়, চারা
ফসলের যে অংশে আক্রমণ করে : শিকড় , গোঁড়া
পোকার যেসব স্তর ক্ষতি করে : পূর্ণ বয়স্ক
ব্যবস্থাপনা :
আক্রমণ বেশি হলে ফেনিট্রথিয়ন জাতীয় কীটনাশক ( যেমন সুমিথিয়ন বা ফলিথিয়ন ২০ মিলিলিটার ) অথবা ক্লোরপাইরিফস জাতীয় কীটনাশক ( ্রিজেন্ট ১০-১৫মিলিলিটার) ১০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে ১০ দিন পরপর ২/৩ বার।
বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
মুড়ি পান চাষ করবেন না ।নিয়মিত বাগান পরিদর্শন করুন।
অন্যান্য :
উইপোকার ঢিবি সনাক্ত করে রাণীকে মেরে ফেলুন । আক্রান্ত জমিতে মাটির পাতিলে পাটখড়ি ভরে পুঁতে রাখলে উইপোকা পাতিলে জমা হলে তা সংগ্রহ করে ধ্বংস করুন।
তথ্যের উৎস :
সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ২০১৭।