ফসল : পান
পোকার নাম : পানের লাল মাকড়
পোকা চেনার উপায় : প্রায় ১মিমি খুদে আকারের ও নরম শরীর। লাল রঙ।
ক্ষতির ধরণ : পাতার নিচের দিকে লাল মাকড় দেখা যায়। পাতা কুঁকড়ে যায়। পানের বাজার দর কমে যায়।
আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা
পোকার যেসব স্তর ক্ষতি করে : লার্ভা , পূর্ণ বয়স্ক , কীড়া
ব্যবস্থাপনা :
আক্রমণ বেশি হলে সালফার জাতীয় বালাইনাশক (কুমুলাস ডিএফ বা রনোভিট ৮০ ডব্লিউজি বা থিওভিট ৮০ ডব্লিউজি বা সালফোলাক ৮০ ডব্লিউজি, ম্যাকসালফার ৮০ ডব্লিউজি বা সালফেটক্স ৮০ ডব্লিউজি) প্রতি ১০ লিটার পানিতে ২৫০ গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে।
বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
বরজ ও আশপাশের জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। * শস্য পর্যায় অনুসরন করুন।* জমি পরিস্কার/পরিচ্ছন্ন রাখুন।
অন্যান্য :
বালাইনাশক ছিটনোর আগে খবার উপযোগী পাতা তুলে ফেলুন। বালাইনাশক ছিটানোর ২-৩ সপ্তাহের মাঝে পান পাতা সংগ্রহ করবেন না।
তথ্যের উৎস :
সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ২০১৭।