ফসল : পেয়ারা

পোকার নাম : পেয়ারার বিছা পোকা

পোকার স্থানীয় নাম : : পেয়ারার বিছা পোকা

পোকা চেনার উপায় : পূর্ণাঙ্গ পোকা এক ধরনের মথ। মেটে ও সাদা ছোপ ছোপ পাখা মেলা অবস্থায় ৩৫-৪৫ মি.মি.। ডিম ফুটে ৮-১০ দিনে ফুটে কীড়া বাকলের নিচে লুকিয়ে থাকে। হালকা বাদামি রঙের ৫০-৬০ মি.মি. লম্বা, মাথা গাঢ় বাদামি রঙের।

ক্ষতির ধরণ : এ পোকা গাছকে অংশিক বা সম্পুর্ণ পাতাশুন্য করে ফেলে। অনেক সময় মারাত্মক আক্রমণে গাছে ফল আসেনা।

আক্রমণের পর্যায় : সব

ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা

পোকার যেসব স্তর ক্ষতি করে : কীড়া

ব্যবস্থাপনা :

সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক ( যেমন: কট বা রিপকর্ড বা সিমবুস বা ফেনম বা এরিভো ১০ ইসি ১০ মিলিলিটার) প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পরপর ২-৩ বার পুরো গাছে স্প্রে করুন। কীটনাশক স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

পূর্ব-প্রস্তুতি :

নিয়মিত বাগান পরিদর্শন করুন।

তথ্যের উৎস :

সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ২০১৭।

ফসলের বালাই ব্যবস্থাপনা, মোঃ হাসানুর রহমান, দ্বিতীয় সংস্করণ, জানুয়ারী ২০১৩।