ফসল : মুলা

পোকার নাম : ফ্লি বিটল পোকা

পোকা চেনার উপায় : প্রায় ১.৬ (০.০৬ ইঞ্চি) মিলিমিটার লম্ব ডিম্বাকার চকচকে নীলচে সবুজ ঝিকিমিকি কালো রঙ্গের উপরের শক্ত পাখাযুক্ত পোকা। আগাছা বা ফসলের গোড়ার দিকে বা ফসলের শিকড়ের কাছাকাছি মাটিতে ডিম পারে।

ক্ষতির ধরণ : পূর্ণ বয়স্করা চারা গাছের বেশি ক্ষতি করে। এরা পাতা ছোট ছোট ছিদ্র করে খায়।

আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়, চারা

ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা

পোকার যেসব স্তর ক্ষতি করে : পূর্ণ বয়স্ক , নিম্ফ

ব্যবস্থাপনা :

।সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক (যেমন-রিপকর্ড ১০ তরল অথবা সিমবুশ ১০ তরল ২০ মিলিলিটার / ৪ মুখ) প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে ১০ দিন পরপর ২ বার স্প্রে করতে হবে। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

পূর্ব-প্রস্তুতি :

আগাম বীজ বপন করুন। সুষম সার ব্যবহার করুন। পরিস্কার পরিচ্ছন্ন চাষাবাদ করুন। বিকল্প পোষক যেমন: আগাছা পরিস্কার রাখুন। চারা গাছ জাল দিয়ে ঢেকে দিন।

অন্যান্য :

আক্রান্ত গাছে ছাই ছিটান। হাত জাল দ্বারা পোকা সংগ্রহ করে মেরে ফেলুন। আক্রান্ত পাতা ও ডগা অপসারণ করুন। পরভোজী পোকা যেমন : লেডি বার্ড বিটল লালন করুন। 

তথ্যের উৎস :

সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ২০১৭।