মুলা এর সেচের তথ্য

ফসল : মুলা

সেচ ব্যবস্থাপনা :

বেড ও নালা পদ্ধতিতে মূলা চাষ করুন। এতে সেচ ও নিষ্কাশন সুবিধাজনক, পরিচর্যা সহজ এবং সেচের পানির  অপচয় কম হয়। মাটিতে রস কম থাকলে বপনের ৭-১০ দিনের মধ্যেই একটি সেচ দিন। সাধারণত ২ সপ্তাহ পর পর ২-৩ বার সেচ দিন।

সেচ ও নিকাশ পদ্ধতি :

1 : বেড ও নালা পদ্ধতিতে মূলা চাষ করুন। এতে সেচ ও নিষ্কাশন সুবিধাজনক।


লবণাক্ত এলাকায় সেচ প্রযুক্তি :

খরার সম্ভাবনা থাকলে সকাল বিকাল গাছের গোঁড়ায় হালকা পানি দিন । 

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর,২০১৭।