পোকা চেনার উপায় : পূর্ণ বয়স্ক পোকা ১-২ ইঞ্চি লম্বা সবুজ হয়, পিছনের পা লম্বা বলে এরা লাফিয়ে চলে।
ক্ষতির ধরণ : নিম্ফ ও পূর্ণবয়স্ক উভয়ই আখের পাতা খেয়ে ক্ষতি সাধন করে।
আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা
পোকার যেসব স্তর ক্ষতি করে : পূর্ণ বয়স্ক , নিম্ফ
ব্যবস্থাপনা :
শতকরা ২৫ ভাগ পাতার ক্ষতি হলে কার্বারিল জাতীয় কীটনাশক (যেমন ভিটাব্রিল ২৭ গ্রাম ) প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমি হারে প্রয়োগ করুন। নাইট্রো ৫০৫ ইসি ৩ লি/ হেক্টর।