ফসল : আখ

পোকার নাম : আখের কালো পাতা ফড়িং

পোকা চেনার উপায় : পূর্ণ বয়স্ক পোকা ৩-৫ মিলি লম্বা হয়, উজ্জ্বল কালো রঙের পোকা।

ক্ষতির ধরণ : এরা ডিগ পাতার মোড়কের ভেতরে ও বাইরে রস চুসে খায়। এর আক্রমণ বেশি হলে পাতায় কালচে বাদামী দাগ দেখা যায় । গাছে পিঁপড়ার উপস্থিতি দেখা যায় ।

আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়

ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা , কচি পাতা

পোকার যেসব স্তর ক্ষতি করে : পূর্ণ বয়স্ক , নিম্ফ

ব্যবস্থাপনা :

আইসোপ্রোকার্ব জাতীয় কীটনাশক (যেমনঃ মিপসিন বা সপসিন ৩০ গ্রাম) ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পর পর ২-৩ বার বিকালে স্প্রে করুন। ।ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

পূর্ব-প্রস্তুতি :

আধুনিক জাতের আখ চাষ করুন। মুড়ি আখ চাষ করবেন না। জমি নিয়মিত পরিদর্শণ করুন।

অন্যান্য :

আক্রান্ত গাছের উপরিভাগ পোকাসেহ কেটে অপসারণ করুন ।আক্রান্ত গাছের  পাতার গোড়ায় লুকিয়ে থাকা নিম্ফ ও পূর্ণবয়স্ক পোকা সেখানে হাত দিয়ে চেপে ধরে পোকা মারুন

তথ্যের উৎস :

ফসলের বালাই ব্যবস্থাপনা, মোঃ হাসানুর রহমান, দ্বিতীয় সংস্করণ, জানুয়ারী ২০১৩।

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই), ২৩/০২/২০১৮।